শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)কেশবপুরে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধকল্পে উপজেলা প্রশাসনের উদ্যেগে সাতবাড়িয়া ইউনিয়নের সকল পল্লী চিকিৎসকদের নিয়ে করোনকালীন এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পল্লী চিকিৎসকদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। উক্ত জরুরী সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন। উক্ত অনুষ্ঠানে সাতবাড়িয়া ইউনিয়নের সকল পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইরুফা সুলতানা তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাস ভয়ানক আকার ধারণ করে দিনদিন বেড়েই চলেছে সংক্রমণের হার। আমাদের সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনারা যারা পল্লী চিকিৎসক রয়েছেন, আপনাদের কাছে জ্বর-সর্দি ও কাশির রোগী আসলে প্রাথমিক পর্যায়ে রোগীকে পরামর্শ প্রদান করে যত দ্রæত সম্ভব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিবেন। সাস্থ্যবিধি মেনে ও নিজে সতর্ক থেকে অন্যান্য রোগী দেখবেন। সর্বোপরি কোনভাবেই আপনারা এ সকল রোগীকে কোভিড টেস্ট করার পরামর্শ ছাড়া নিজেদের কাছে রেখে চিকিৎসা সেবা দিবেন না। নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।