মোঃ জিয়াউর রহমান: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫১ কেজি গাজাঁ ৪ মহিলা সহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার বিকেলে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১১ জানায় সোমবার বিকেলে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় চেক পোষ্ট বসিয়ে তাদের তল্লাশি করে গাজাঁ সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো দুলাল হোসেন(৪০) মোঃ আরিফ (৩০) মোঃ আলম (২২) মোঃ শামীম (২০) মোঃ আলম(২০) রোজী আক্তার(৩০) হাসি আক্তার( ২৭) ঝর্ণা বেগম ( ৫০) সুজেতা আক্তার( ৪০) ।
র্যাব -১১ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান জানান, আসামীরা দীর্ঘদিন ধরে গাজাঁ পাচারের সাথে জড়িত রয়েছে এবং এই রুটে তারা প্রায়ই মাদক পাচার করে থাকে খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে চেক পোষ্ট বসিয়ে তল্লাশি করে তাদের আটক করা হয়। তারা সবাই কাপড়ের ব্যাগে করে এই মাদক পাচার করছিলো। আসামীদের বাড়ী শেরপুর জেলায় । তারা ব্রাহ্মবাড়িয়া থেকে মাদক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। গ্রেফতারের পর তাদের আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান এই ঘটনায় একটি মাদক মামলা হয়েছে।