September 10, 2024, 3:11 pm

মতলব উত্তরে ভবঘুরের মৃত্যু

মতলব উত্তর প্রতিনিধি:-চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর লেংটা মাজারের পার্শ্বে দেলোয়ারের বাড়ীর ছাদে মাথা ঘুরে পরে গিয়ে মেহেদী (৫৫) এক অজ্ঞাত ব্যাক্তির মৃত্যুবরণ হয়েছে। রবিবার দুপুরে মতলব উত্তর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।
মতলব উত্তর থানা সুত্রে জানা যায়, অজ্ঞাত ভবঘুরে মেহেদী (৫৫), ১০ জুলাই বিকেলে বদরপুর লেংটা বাবার মাজারের পার্শ্বে দেলোয়ারের বাড়ীর ছাদে মাথা ঘুরে পরে গিয়ে মৃত্যুবরণ করে। সে দীর্ঘ ১০/১২ বছর যাবত বদরপুর শাহ সোলেমান লেংটার মাজারে ভবঘুরে হিসেবে ঘুরাফেরা করত। তার সঠিক নাম ঠিকানা কেউ জানে না।
মেহেদীর লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল চাঁদপুর প্রেরণ করা হয়। লাশটি অজ্ঞাত বিধায় আঞ্জুমান মফিজুল ইসলাম চাঁদপুর এর মাধ্যমে দাফনের আবেদনসহ উক্ত ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার অপমৃত্যু মামলা নং- ০১/১১, তারিখ- ১১.০৭.২০২১খ্রিঃ রুজু হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, উক্ত ব্যক্তিকে চিনে এমন কোন ব্যক্তির সন্ধান পাওয়া গেলে থানাকে অবহিত করার জন্য অনুরোধ করা হইল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা