মতলব উত্তর প্রতিনিধি:-চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় করোনায় খালেক মৃধার মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) দিবাগত রাতে চাঁদপুর সদর হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। খালেক মৃধার বাড়ি উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নের শাহাবাজ কান্দি গ্রামে। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নের শাহাবাজ কান্দি গ্রামে খালেক মৃধা এক সপ্তাহ আগে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। শনিবার (১০ জুলাই) দিবাগত রাতে চাঁদপুর সদর হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুবরণ করেন।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা টেস্ট ও স্বাস্থ্য বিধি মানাসহ লকডাউন কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচী চালানো হচ্ছে।