September 10, 2024, 2:12 pm

গোবিন্দগঞ্জে স্বাস্থ্যবিধি মানতে সেনাবাহিনীর প্রচারণা

গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে সর্বাত্মক লকডাউনের এগারোতম দিনে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে সচেতন করতে প্রচারণা চালিয়েছে সেনাবাহিনী।

রবিবার (১১ জুলাই) সকাল থেকে দিনব্যাপী সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৩২ ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন মো. মাহীর মাহবুরের নেতৃত্বে আর্টিলারীর সদস্যরা প্রচারণা চালায়।

সেনাবাহিনীর সদস্যরা পৌর শহরের প্রধান প্রধান এলাকা সহ উপজেলার নাকাই ও তালুককানুপুর ইউনিয়নের জনসাধারণকে চলমান লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে সারাদেশের ন্যায় গোবিন্দগঞ্জেও সর্বাত্মক লকডাউন সফল করতে সেনা টহল অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা