September 11, 2024, 10:46 pm

গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতোকাল (১০ই জুলাই) শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ডুমুরগাছা গ্রামের ইয়াসিন আলীর ছেলে রবিউল(৬) ও আইয়ুব আলীর ছেলে সফিরুল(৫)।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, শিশু রবিউল ও সফিরুল বাড়ীর পাশে উঠানে খেলাধুলা করতেছিলো। খেলাধূলার একপর্যায়ে বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তাদের উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করলে বাড়ীর পাশে পুকুরের পানিতে তাদের দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।

হঠাৎ দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা