September 20, 2024, 11:53 pm

সজীব গ্রুপের মালিক সহ গ্রেফতার -৮

নারায়নগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক প্রাণহানির ঘটনায় কারখানা মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে কারখানার মালিকপক্ষকের ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বলে যায়নি এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

তিনি বলেন, রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে। সজীব গ্রুপের মালিক হাসেম ও সিইওসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রথমিক তদন্তে মালিক পক্ষের বেশি কিছু গাফেলতি ও অনিয়ম পাওয়া যায়। যে কারণে সেজান জুস কারখানার অর্ধশতাধিক শ্রমিকদের প্রাণ অকালেই ঝরে যায়! মালিকপক্ষের গাফেলতি এবং অনিয়ম না থাকলে এমন ভয়াবহ রকমের দূর্ঘটনা হতো না। এমন পরিস্থিতিতে মালিকপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগসহ আরও কিছু অভিযোগ উল্লেখ করে মামলা দায়ের করা হয়ছে। পুলিশের ভাষ্য অনুযায়ী উল্লেখিত মামলায় মালিকপক্ষের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে- মানুষ হত্যা, কারখানায় পর্যাপ্ত ফায়ার ফাইটিং ব্যবস্থা না থাকা, ইমারজেন্সি এক্সিটের ব্যবস্থা না থাকা, ভবনে অনুমোদিত ফ্লোর সাইজ যা থাকার কথা ছিলো তার চেয়েও বড় সাইজের ফ্লোর করে তা ব্যবহার করা এবং কারখানায় শিশু শ্রম করানো, ইত্যাদি।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ শনিবার দুপুরে রূপগঞ্জে ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেন, এই ঘটনায়৷ সজিব গ্রুপের মালিক সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা