০৫ জুলাই রবিবার দুপুর ১১:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, ব্যাটালিয়ন সদর, এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ সাকিনস্থ বটতলায় অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী পাচারকারী দলের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০১টি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিবরণ নি¤œরূপঃ
ক। মোঃ মতি মিয়া (৫০), জেলা- চাঁদপুর ।
খ। মোঃ মাকসুদ উল্লাহ (৪০), জেলা- ঢাকা- ডিএমপি।
গ। মোঃ শাজাহান মিয়া (৩৮), জেলা- শেরপুর।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র বন্যপ্রাণী তক্ষক দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন কৌশলে উচ্চ মূল্যে বিদেশে পাচার করে থাকে। গ্রেফতারকৃতরা আরো জানায় তারা দীর্ঘ দিন যাবত এই তক্ষক পাচার করে আসছিল। বন্যপ্রাণী পাচার বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।