শামীম আখতার বিভাগীয় প্রধান (খুলনা):র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১৩০ পিচ ইয়াবাসহ বদিউর রহমান (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদক সরবরাহ করার কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনটি জব্দ করেছে। মাদক উদ্ধারের ঘটনায় র্যাবের পক্ষ থেকে কেশবপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
র্যাব-৬ যশোর সিপিসি-৩ এর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান, পদাতিক ও স্কোয়াড কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স), বিএনএর নেতৃত্বে আভিযানিক দল গত ৩ জুলাই (শনিবার) রাতে কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের গোলাপপুর বাজার সংলগ্ন ব্রিজের গোড়ায় পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে বদিউর রহমান (৫৪) কে ১৩০ পিচ ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করে। ওই সময় তার ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও মোটর সাইকেলটি জব্দ করেন। গ্রেফতারকৃত আসামী পাশর্^বর্তী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দিয়াড়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় মাদকের ব্যাবসা করে আসছিল। উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামীকে কেশবপুর থানায় হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেফতারকৃত আসামীকে রোববার সকালে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।