September 10, 2024, 10:38 am

তালা প্রেসক্লাবের কার্য্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বি এম বাবলুর রহমান:-:তালা প্রেসক্লাবের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা গত কাল সকাল ১০টায় তালাস্থ কার্য্যালয়ে তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
তালা প্রেসক্লাবের সাধারণ সম্পদক শেখ জলিল আহমেদ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সিনি: সহ সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম,এ মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক মো: বাবলুর রহমান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম-দপ্তর সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, সিনিয়র সদস্য এস,এম লিয়াকত হোসেন, এস,এম আকরামুল ইসলাম, এ্যাড: কবির আহমেদ, বি,এম বাবলুর রহমান, কার্যকরী সদস্য আব্দুল মজিদ, মো:বাহারুল ইসলাম, মো: সোহাগ হোসেন মোড়ল, এসএম জহর হাসান সাগর ,মো:বাহারুল মোড়ল, সাধারণ সদস্য কাজী ইমদাদুল বারী, মো: লিটন হুসাইন,মো: আফজাল হোসেন, মো: বোরহান বিশ্বাস, জীবন রুহুল আমিন, হাফিজুর রহমান, আব্দুল্লা আল-মামুন,খান আল-মাহবুব হুসাইন, শেখ ফয়সাল হোসেন,মো: জিয়াউর রহমান প্রমুখ।
অদ্যকার সভার সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন যে, গত কাল ৩.০৭.২১ তারিখের দৈনিক পূর্বঞ্চাল খুলনা ও দৈনিক সাতনদী সাতক্ষীরা পত্রিকায় “তালা উপজেলা প্রশাসনের সাথে এমপির মতবিনিময়” শিরোনামে প্রকাশিত সংবাদেও একাংশে তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলামের স্থলে ভ্রমতœক ভাবে প্রণব ঘোষ বাবলুর নাম প্রকাশিত হয়। তালা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি থাকা সত্ত্বেও তালা প্রেসক্লাবের নামে পদপদবী ব্যাবহার করার প্রেক্ষিতে উক্ত কমিটি অবৈধ ঘোষনার দাবিতে তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম বাদি হয়ে, বিঞ্জ তালা সিনি: সহকারী জজ আদালত সাতক্ষীরায় দেং ৮০/ ১৭ ( তালা) মামলা দায়ের করেন,মামলাটি বিঞ্জ আদালতে বিচারাধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা