স্টাফ রিপোর্টারঃ গৃহবধূ প্ররোচিত মামলায় গ্রেফতার হওয়া পিস্তল জুম্মানের শেল্টারের ঘটনার পর এবার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুড়ো ছাত্রলীগ নেতা শোয়েব মোহাম্মদ ওরফে লিটনের বিরুদ্ধে আরো একটি অপরাধের অভিযোগ মিলেছে তবে কোন সন্ত্রাসীকে শেল্টারের অপরাধ নয় এবার খোদ মসজিদের লক্ষাধিক টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে অর্থলোভী এই নেতার বিরুদ্ধে। ক্ষমতার প্রভাবে সে জেলা পরিষদের বরাদ্ধকৃত পশ্চিম কল্যান্দি জামে মসজিদ উন্নয়নের অনুদানের বিরাট ওই অংশটিই গিলে খান তিনি।
জানা গেছে, পশ্চিম কল্যান্দি জামে মসজিদের সংস্কার কাজের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদা মালার মাধ্যমে সাড়ে ৩ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়। বরাদ্ধকৃত টাকা কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব মোঃ লিটন উত্তোলন করে। গত ৩/৪ মাস আগে উত্তোলনের সাড়ে ৩ লাখ টাকা থেকে ২ লাখ ২৫ হাজার টাকা মসজিদ কমিটিকে বুঝিয়ে দিলেও বাকী ৭৫ হাজার টাকার হিসেব পাওয়া যায়নি। ঘটনাটি জানা জানি হলে এলাকার মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ছাত্রলীগ নেতা লিটনের সাথে মসজিদ কমিটি কয়েকবার ৭৫ হাজার টাকার বিষয় কথা হয়। এক পর্যায়ে তিনি টাকা উত্তোলন করতে গিয়ে বিভিন্ন জায়গায় খরচ হয়েছে বলে জানান ছাত্রলীগ নেতা। পরে আরও ২০ হাজার টাকা দিবে বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিম কল্যান্দি জামে মসজিদ কমিটির জনৈক সদস্য জানান, ১ বছর আগে মসজিদ উন্নয়নের জন্য জেলা পরিষদে আবেদন করা হলে সাড়ে ৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। টাকা উত্তোলনের জন্য কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটনের কাছে দায়িত্ব দেয়া হয়। গত ৩/৪ মাস আগে বরাদ্দকৃত সাড়ে ৩ লাখ টাকা উত্তোলন করে ২ লাখ ২৫ হাজার টাকা মসজিদ কমিটিকে বুঝিয়ে দেয়। এবং বাকী ৭৫ হাজার টাকার হিসেবে দেয়নি। পরে জানা জানি হলে বাকী টাকার জন্য ছাত্রলীগ নেতার সাথে কথা বললে তিনি জানান টাকা তুলতে গিয়ে গাড়িভাড়া সহ বিভিন্ন খরচ দেখায়। এবং আরও ২০ হাজার টাকা দিবে বলে জানান। এছাড়াও ছাত্রলীগ নেতা লিটনের বিরুদ্ধে নানা অভিযোগের পাহাড় রয়েছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা লিটন জানান, জেলা পরিষদ থেকে মসজিদ উন্নয়নের জন্য ৩ লাখ টাকা অনুদান আসে। সেই বরাদ্ধকৃত টাকা উত্তোলন করতে গিয়ে কয়েকবার যাতায়াত করতে হয়েছে। এবং ভ্যাট সহ টাকা গুলো কেটে নিয়েছে। এখানে আমি কোন টাকা আতœসাত করিনি।
এ বিষয় পশ্চিম কল্যান্দি জামে মসজিদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদা মালা সাড়ে ৩লাখ টাকা এই মসজিদের জন্য বরাদ্ধ দিয়েছিলেন সেই টাকা থেকে মাত্র ২লাখ ২৫ হাজার টাকা পেয়েছি বাকী টাকা চাইতে গেলে লিটন দেই দিচ্ছি বলে টালবাহানা করে আসছে।