September 11, 2024, 11:11 pm

গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

শেখ মামুন হাসান গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুন) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে ২০২১-২০২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ফিরোজ কবির শাওন ।

শপথ অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ফিরোজ কবির শাওন বলেন, সাংবাদিকদের ঐক্যের মধ্যে দিয়ে অধিকার আদায় করতে হবে। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সব সাংবাদিককে এক কাতারে এসে দাঁড়াতে হবে।

শপথ শেষে সংক্ষিপ্ত আলোচনায় সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, অবিলম্বে প্রেস ক্লাবের চাবি হস্তান্তর করতে হবে। ক্লাবকে সব সাংবাদিকের জন্য উম্মুক্ত করতে হবে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাসেল কবির ক্লাবের সাধারণ পরিষদের গৃহীত সিন্ধান্ত উল্লেখ্য করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরুপ। ঐক্যবন্ধ সাংবাদিকতা সাংবাদিকের অধিকার প্রতিষ্ঠায় সহায়ক। তিনি দ্রুত ক্লাবের চাবি হস্তান্তর করতে আহবান জানান।

নবনির্বাচিত সভাপতি খোকন আহম্মেদ ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবকে সবার কাছে গ্রহণযোগ্য সার্বজনীন ক্লাবে রুপান্তিত করা হবে।

উল্লেখ্য, গত ২৪ জুন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৫৩ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা