আব্দুল মান্নান খান, মতলব দক্ষিণ, চাঁদপুর :মতলবে সম্পত্তিগত বিরোধে মারধারের স্বীকার হয়ে এক ইমামের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । এদিকে মৃতের পরিবারের দাবী ষ্ট্রোকজনিন কারন। এমৃতের কারন এড়ানো নিয়ে এলাকাজুড়ে চলছে জল্পনা কল্পনা। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরন।
সরেজমিনে যানাযয়, মতলব দক্ষিন উপজেলার নারায়নপুর ইউনিয়নের পুর্ব বাড়ৈগাঁও বেপারী বাড়ীর মৃত; আলী আহাম্মদ বেপারীর ছেলে আঃ রাজ্জাক (৬০)ওরফে রেনু বেপারীর সাথে তার আপন বড় ভাই শহিদ বেপারি ও ভাগিনা আক্তকরে সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো দীর্ঘ দিন ধরে। । গত ২৪ জুন ভাগিনা আক্তার হোসেন বিরোধপূর্ণ জায়গায় ঘর তুলতে গেলে বাধা দেন আঃ রাজ্জাক। বাধা না মানায় পরের দিন (আজ) ২৫ জুন সকালে লোকজন নিয়ে ঘরের কাজ করতে গেলে আবারও বাধা দেন ।
এ সময় আক্তার হোসেনসহ তার লোকজন তাকে মারধর করলে তিনি মাটিতে পরে অজ্ঞান যায় । ওই সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়নপুর টাওয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । পরিবারের দাবী তিনি ষ্ট্রোকে মারা গেছে। তার মৃত্যুর কারন এড়িয়ে শহবদ ও তার ভাগিনা আক্তারকে রক্ষা করা নিয়ে এলাকাজুড়ে এলছে গুঞ্জন।
খবর পেয়ে মতলব দক্ষিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া ঘটনাস্হলে যান এবং ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরনের নির্দেশ দেন ।
এলাকার একাধিক ব্যক্তি জানান আঃ রাজ্জাক ওরফে রেনু বেপারী একজন নিরিহ মানুষ ছিলেন,বিরোধপুর্ন জায়গা পরিমাপ ছাড়াই জোর করে ঘর নির্মাণ করতে গেলে তিনি বাধা দেন ঐ সময় মৃতের বড় ভাই মোঃ সহিদ বেপারী ও তার ভাগিনা আক্তার হোসেন গং তাকে মারধর করলে তিনি ঘটনাস্হলে মৃত্যু বরণ করেন ।