গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়ার পশ্চিম পার্শ্বে ফলিয়া ব্রিজের দক্ষিণ পার্শ্বে গতকাল শনিবার অর্ধ গলিত অজ্ঞাত (৪৫) পরিচয় নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সকালে স্থানীয় লোকজন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে ফুলছড়ি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী জানান, স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি অর্ধগলিত হওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারনা করা হচ্ছে ১০/১২ দিন আগে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স¤পর্কে নিশ্চিত হওয়া যাবে।