September 10, 2024, 11:54 am

নারায়ণগঞ্জে লকডাউন কার্যকর করতে কাঁচপুর হাইওয়ে থানার ব্যাপক তৎপরতা

নারায়ণগঞ্জে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নারায়ণগঞ্জে শুরু হয়েছে সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউন। তারই ধারাবাহিকতায় ৪র্থ দিনেই লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। মানুষকে ঘরমুখী ও যান চলাচলের কঠোর ব্যবস্থা নেওয়ার দৃশ্য চোখে পড়েছে, পুলিশের ব্যাপক তৎপরতা সাধারণ মানুষকে ঘরমুখী করতে তারা আপ্রাণ চেষ্টা করছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান এর সাথে কথা বলে জানা যায় প্রথম থেকে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ পুলিশ বাহিনী প্রথম সাড়ি থেকেই প্রাণপণ চেষ্টা করছে সামাজিক দূরত্ব বজায় রাখা মাস্ক ব্যবহার করতে বলা হয় এবং সরকার ঘোষিত সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা