মো. মুক্তার হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল দিঘীরপাড় গ্রামস্থ তিন রাস্তার মোড় থেকে ৬ কেজি ভারতীয় গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টার দিকে ৬ কেজি ভারতীয় গাঁজা সহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রামের জামাত আলী’র ছেলে মো. জামাল মোড়ল কুশই (৪৩), একই গ্রামের নারায়ন বিশ্বাসের ছেলে সত্যজিৎ বিশ্বাস (৩০) ও মৃত রওশন আলী’র ছেলে ইদ্রিস আলী (৪০)।
বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে দিঘীরপাড় নামক স্থানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।