মো.শরীফুল ইসলামঃ বন্দরের বালুচর এলাকায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তাঁর নাম পায়েল (৩২)। তিনি বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের বালুচর এলাকার জয়নাল মিয়ার ছেলে।
সোমবার ২১ এপ্রিল রাত ৮ টার দিকে তাঁর ঘরে ভিতরে ফ্যানের সঙ্গে কারেন্টের তাঁর পেঁচিয়ে ফাঁস দেন। পরে দেখতে পেয়ে তাঁকে নামিয়ে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ কেয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পায়েলকে মৃত ঘোষনা করে।
একালাবাসী সূত্রে জানাযায়, বেশকয়েকদিন যাবৎ পিতার সাথে মনমালিন্য চলছে। কিন্তু সোমবার রাত ৮ টার দিকে নতুন বিল্ডিং এর ভিতরে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় লাশ নামিয়ে দ্রুত নারায়ণগঞ্জ কেয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পায়েলকে মৃত ঘোষনা করে। কী কারণে ফাঁসি দিয়ে আত্নহত্যা করে তার পরিবার কিছু বলতে পারেননি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সাহারুল আলম বলেন, সোমবার রাতেই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।