September 10, 2024, 10:31 am

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৬ দালাল আটক

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য এবং কিশোর কুমার।

দণ্ডপ্রাপ্ত দালালরা হলেন- সদর উপজেলার সুহিলপুরের আব্দুল্লাহ (৪০), জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার রাসেল বকসি (২৭), পশ্চিম মেড্ডা শরীফপুরের শিপন (২৭), হালদারপাড়ার মামুন (৪৫) ও নবীনগরের মহেশপুরের শাহপরান (২০)।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য জানান, সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা দালালদের বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালে অভিযান চালিয়ে ছয়জন দালালকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি এই অভিযান অব্যাহত থাকবে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :সাব্বির আহম্মেদ

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা