September 13, 2024, 2:15 pm

গোবিন্দগঞ্জ বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কতৃক হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যটার্জী দিকনির্দেশনায় পুলিশ তদন্তকেন্দ্রে সকল ফোর্সের প্রচেষ্ঠায় কামদিয়া বাজার থেকে পাওয়া ২ শিশুকে তার পরিবারে কাছে বুঝিয়ে দিলেন।

গত (১৬ জুন) বুধবার সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার সময় কামদিয়া বাজারে অভিভাবকহীন অবস্থায় ঘোরাফেরা করছিল শিশু দুটি এ অবস্থায় দেখে সন্দেহ হলে শিশু ২জনকে হেফাজতে নেন বৈরাগীরহাট তদন্ত কেন্দ্র ইন্সপেক্টর মিলন চ্যটার্জী। এবং মিলন চ্যাটার্জীর নির্দেশনায় তদন্ত করে জানতে পারেন শিশু ২জন মাদ্রাসায় পড়তে যাবেনা জন্য বাড়ী থেকে পালিয়েছে।

দ্রুত চারিদিকে যোগাযোগ করে তাদের অভিভাবকদের খুঁজে বের করে হারিয়ে যাওয়া শিশুর পরিচয় নিশ্চিত হওয়া যায়।

০১। আহসান হাবীব (০৭) পিতা- মোঃ এমদাদুল হক, মাতা- লাভলী বেগম, সাং দেল্ল্যা, পোঃ দিঘীরহাট, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা। ০২। মোঃ সৌরভ হাসান (০৭) পিতা- মোঃ এনামুল হক মাতা- মোছাঃ মাকসুদা বেগম, সাং দেল্ল্যা, পোঃ দিঘীরহাট, থানা- গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা। গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কামদিয়া ইউপির কামদিয়া বাজার হইতে উদ্ধারকৃত শিশুর প্রকৃত অভিভাবকের (বাবার) কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বৈরাগীহাট ফাঁড়ি ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান এতে করে বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে শিশু ২জন ও তাদের পরিবার।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা