November 6, 2024, 2:31 pm

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০৩

সোহেল রানা :-ময়মনসিংহ নগরী থেকে মাদক নির্মূল করতে এসপি মোহা: আহমার উজ্জামান পিপিএম (সেবা)- এর সার্বিক দিক নির্দেশনায়,মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার), অফিসার-ইনর্চাজ,জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহ সাহেবের নির্দেশে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৫ জুন (মঙ্গলবার) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রেলীর মোড় হতে রাত ৭.৫ মিনিটে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী,এরশাদ আলী (৩৮), পিতা আব্দুল হালিম, মাতা আমেনা বেগম, সাং নিশ্চিন্তপুর থানা কসবা, জেলা ব্রাহ্মনবাড়ীয়া, জসিম মীর (৩৮), পিতা মৃত ফজলুল হক, মাতা- শশীলা আক্তার, সাং-দিলালপুর, (সিংরাইল) থানা নান্দাইল জেলা ময়মনসিংহ কে গ্রেফতার করে (ডিবি’র) একদল চৌকস টিম।

অন‍্য আর একটি অভিযানে,এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৬ জুন,ত্রিশাল থানাধীন বাঘাদড়িয়া থেকে উক্ত তারিখ রাত ১২.৩৫ মিনিটের সময় ১০ পিস ইযাবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী,আশরাফুল আলম (৩২), পিতা-বাছির উদ্দীন বেপারী, মাতা-অজিফা খাতুন, সাং-বাঘাদাড়িয়া বেপারী বাড়ী, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা