September 11, 2024, 10:16 pm

গোবিন্দগঞ্জে বিকাশ দোকান থেকে চুরি হওয়া টাকা উদ্ধার, আটক-১

শেখ মামুন হাসান গাইবান্ধা জেলা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাদগা বাজারে একটি বিকাশের দোকান থেকে কৌশলে ৯ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া টাকার আংশিক উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বাগদা বাজারস্থ বিকাশ ব্যবসায়ী এরশাদ মণ্ডলের মেঘলা টেলিকম থেকে ৯ লাখ ৭৫ হাজার টাকা কৌশলে চুরি করে। এ ঘটনায় আটক শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামের মৃত ফারাজ আলী শেখের ছেলে আয়েদ আলী শেখ (৬০)। এ ঘটনায় পলাতক রয়েছে একই ইউনিয়নের ভিটা শাখইল গ্রামের খবর আলীর ছেলে জালাল উদ্দিন (৪৫)। সে আয়েদ আলী শেখের জামাই বলে জানা যায়।

থানা সূত্রে ও মেঘলা টেলিকমের এরশাদ মণ্ডল জানান, মঙ্গলবার সকালে আয়েদ আলী ও তার জামাই আমার দোকানের সামনে আসে। এসময় আমি দোকানের ময়লা পরিষ্কার করছিলাম। এসময় তারা বলে দোকানের সামনে ময়লা আছে। তখন সেগুলো পরিষ্কার করতে গেলে ওই ফাঁকে তারা দোকানে প্রবেশ করে ড্রয়ারে রাখা ৯ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমি বিষয়টি জানতে পারলে সিসি রেকর্ড দেখে তাদের শনাক্ত করি। এরপর থানায় লিখিতভাবে জানালে পুলিশ প্রশাসনের সহায়তায় আসামীদের বাড়ি থেকে ৮ লাখ ৪৮০০ টাকা উদ্ধা করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান, বাগদার বিকাশ দোকান থেকে টাকা চুরি করা দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে আয়েদ আলীর বাড়ি তল্লাশী করে তার হেফাজতে থাকা ৪ লাখ ৪৮০০ টাকা উদ্ধার করা হয়। এরপর অপর আসামী জালাল উদ্দিনের বাড়ি থেকে ৪ লাখ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আয়েদ আলীর সম্পর্কে জামাই জালাল পলাতক রয়েছে।

ওসি আরো জানান, গোবিন্দগঞ্জ থানার একটি টিম দুপুর ২টার দিকে আসামীদের বাড়িতে তল্লাশি চালায়। আসামিদ্বয়ের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদের নিমিত্তে রিমান্ডে নেয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা