September 10, 2024, 10:43 am

গজারিয়ার তিন ইউঃপিঃচেয়ারম্যান জেলার শ্রেষ্ঠদের তালিকায়।

ওসমান গনি :মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা স্থানীয় সরকার সন্মামনা ২০২১ইং “শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান”এর তালিকায় জেলার শ্রেষ্ঠ ১০জন এর মধ্যে গজারিয়ার তিন ইউঃপিঃচেয়ারম্যান।

আজ মঙ্গলবার সকাল ১১ঘটিকায় জেলা সার্কিট হাউস এর সম্মেলন কক্ষে তৃতীয় লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এল,জি,এস,পি)এর প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং সংক্রান্ত জেলা সমন্বয় কমিটির সভায় এই স্বীকৃতি প্রদান করা হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃমনিরুজ্জামান তালুকদার।গজারিয়ার সেই তিন ইউনিয়ন চেয়ারম্যান হলেন বাউশিয়া ইউঃপিঃ চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান,ভবেরচর ইউঃপিঃচেয়ারম্যান ইঞ্জিঃসাঈদ মোহাম্মদ লিটন,হোসেন্দী ইউঃপিঃচেয়ারম্যান মনিরুল হক মিঠু।

জানা যায়,স্থানীয় সরকার বিভাগের ২০১৯-২০২০অর্থ বছরের দক্ষতা মূল্যায়নে সর্বোচ্চ নম্বর প্রাপ্তিতে জেলা প্রশাসনের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট ও সন্মামনা স্মারক প্রদান করা হয়।জেলা প্রশাসকের হাত থেকে এই সন্মামনা গ্রহন করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা