মো. মুক্তার হোসেন,বেনাপোল প্রতিনিধি: ভূমি মন্ত্রনালয় ও শার্শা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ২০১৮-২০১৯ অর্থবছরের গুচ্ছগ্রাম ২য় পর্যায়ে (সিভিআরপি) প্রকল্পের অধীনে “কুলপালা গুচ্ছগ্রাম” এর ২৫টি ঘরের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ২৫টি ভূমিহীন পরিবারের হাতে চাবি হস্তান্তর করা হয়।
“শেখ হাসিনার অবদান ভূমিহীনদের বাসস্থান” এই স্লোগানকে সামনে রেখে ২৫টি ভূমিহীন পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেওয়া। ভূমিহীনদের চাবি হস্তান্তর করার আগে ফিতা কেটে ও গাছ লাগিয়ে ঘরের শুভ উদ্বোধন করেন যশোর ১শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মু্ক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি,শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ আম্মেদ মিন্টু,যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।