সোহেল রানা:-ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান পিপিএম (সেবা)-এর সার্বিক দিক নির্দেশনা ক্রমে,মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহ সাহেবের নির্দেশে এসআই মোঃ আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৪ জুন (সোমবার) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাড়াইল হইতে উক্ত তারিখ রাত ১০.৩৫ ঘটিকার সময় ০১টি ব্যাটারী চালিত রিক্সাসহ চোর মোঃ দেলোয়ার @ দেলু (২৮), পিতা মৃত-হাসান আলী, মাতা মৃত-মালেকা খাতুন, সাং-পাড়াইল, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।