September 14, 2024, 10:39 am

ময়মনসিংহে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেয়র- টিটু

সোহেল রানা:-ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ইসলামবাগ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় ইসলামবাগ বস্তিতে অসহায় ৯ পরিবারকে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয় | এ সময় মেয়র মহোদয় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়ার পাশাপাশি আরো নগদ ৫ হাজার টাকা সহযোগিতা প্রদানের ঘোষণা দেন|

খাদ্য সামগ্রী বিতরণকালে মেয়র মহোদয় বলেন, অগ্নিকান্ডের পর থেকে আপনাদের সার্বিক খোঁজ-খবর আমরা রাখছি | আমাদের কাউন্সিলর সবসময় আপনাদের পাশে আছেন। আপনাদের সকল প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি |

তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি যদি দুর্ঘটনাস্থলে পৌছাতে পারতো তবে ক্ষয়ক্ষতি আরো কম হতো | রাস্তার অভাবে ফায়ার সার্ভিসের গাড়ি দূরে রাখতে হয়েছে | তাই, আমাদের নিজেদের স্বার্থে রাস্তার জন্য জায়গা ছাড়ার মানসিকতা তৈরি করতে হবে |

এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হবিবুর রহমান হবি, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেত্রী বৃন্ধ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন |

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা