September 12, 2024, 12:03 am

কেশবপুরে বৃদ্ধার আত্মহত্যা

শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলান) কেশবপুরে রোগযন্ত্রনা সইতে না পেরে বিজন বালা ঘোষ নামে এক বৃদ্ধা পরণের শাড়ি গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে উপজেলা বায়সা গ্রামে। সে ওই গ্রামের মৃত অতুল ঘোষের স্ত্রী। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বায়সা গ্রামের মৃত অতুল ঘোষের স্ত্রী বিজন বালা ঘোষ (৭৫) সোমবার ভোররাতে রোগযন্ত্রনা সইতে না পেরে গোয়াল ঘরের বাঁশের আড়ার সাথে নিজের পরণের শাড়ি গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা