শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলান)কেশবপুরে পুকুর থেকে এক কাঠ ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে উপজেলার বড়েঙ্গা গ্রামে। লাশ উদ্ধারের পর থেকে এলাকার মানুষের ভেতর নানা গুঞ্জন চলছে। এ ঘটনায় যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি/ডিএসবি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত বিলায়েত মোল্যার ছেলে কাঠ ব্যবসায়ি মোসলেম উদ্দীন মোল্ল্যার (৫২) লাশ তার বাড়ির অদূরে একটি পুকুরের ভেতর দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের স্ত্রী শাহিদা বেগম বলেন, নগদ ১ লাখ টাকা নিয়ে ফজরের আযানের কিছু সময় আগে আমার স্বামী গাছ কিনার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর লোক মুখে জানতে পেরে এসে দেখি স্বামীর লাশ পুকুরের ভেতর পড়ে আছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন বলেন, পুকুরের ভেতর মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।