গাইবান্ধা জেলা প্রতিনিধি:জেলা পুলিশ লাইন্সে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাননীয় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আজকের কল্যাণ সভায় মে ২০২১ইং সময়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য
এবারেও গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ও শ্রেষ্ঠ এসআই গোবিন্দগঞ্জ থানার এসআই খন্দকার আমিনুল ইসলামসহ মোট ০৫ (পাঁচ) জনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়।
পরবর্তীতে জেলা পুলিশ অফিস কনফারেন্স রুমে মে মাসে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ নিয়ে একটি অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় মাননীয় পুলিশ সুপার মহোদয় অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।