ওসমান গনি : মুন্সিগঞ্জর গজারিয়া থানা পুলিশের অভিযানে উপজেলার পৃথক স্থান থেকে ১১০ পিছ ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি এবং ৪টি (জিআর) গ্রেফতারী পরোয়ানা আসামি মোট দুইজন কে আটক করে।
১৩ জুন রবিবার সকালে এস আই মো.কামাল উদ্দিন, এস আই মাইন উদ্দিনের নেতৃত্বে বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দী মাঝপাড়া এলাকায় মিজানের দোকান সংলগ্ন কাঁচা রাস্থা থেকে ১১০ পিছ ইয়াবা সহ একাধিক মাদক মাললার আসামি উপজেলার চরবাউসিয়া গ্রামের আলী আহমদের ছেলে আবুল বাদশা (৩৫) কে ও উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ টি (জিআর) গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী আঃ রহিম মিয়ার ছেলে মোঃ সবুজ কে আটক করে।
ঘোপন সংবাদের বিত্তিতে গজারিয়া থানার এএসআই ফারুক, এএসআই কুদ্দুস এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৪ মামলার গ্রেফতারী পরোয়ানা কৃত আসামি মো. সবুজ কে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে গজারিয়া থানার ডিউটি অফিসার এসআই কামাল উদ্দিন জানায় গজারিয়া থানা এসি স্যারের নির্দেশে গজারিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আটককৃত আসামি ২জনকে মুন্সিগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।