জেলা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈরাগীরহাট ফাঁড়ি থানা এলাকা থেকে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (১২ জুন) সকাল ১১টার দিকে গ্রেফতারকৃত আসামীদের গোবিন্দগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
এর আগে শনিবার (১১ জুন) উপজেলার কামদিয়া এলাকা থেকে মামলার প্রধান আসামী ইব্রাহিম মণ্ডলকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার পলাষট্টি এলাকার জয়নালের ছেলে।
ওইদিন শাখাহার ইউনিয়নের আসাদ মোড় থেকে মামলার ২নং আসামী আউয়াল ওরফে ভুট্টুকে গ্রেফতার করে। সে বানিহারা গ্রামের আফজাল উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বানিহারা শালপাড়া এলাকায় গত মঙ্গলবার রাতে শ্রীমতি রানী (১৯) নামের এক যুবতীকে জোড়পূর্বক অপহরণ করে কামদিয়া গার্লস স্কুলে রাতভর দফায় দফায় ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিত মহিলা বাদী হয়ে শনিবার (১১ জুন) একটি মামলা ২৪/২৯৬ দায়ের করে। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২-৩ জনকে আসামী করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও তদন্তকারী কর্মকর্তা মিলন কুমার চ্যাটার্জ্জী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার এক ও দুই নম্বর আসামীকে পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।