গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের কোপে আহত তারেক হাসান (২৫) মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এলাকাবাসী সুত্রে জানা য়ায়, শুক্রবার (১১-জুন) রাত আনুমানিক ১০টায় বগুড়া টি এম এস এস মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তারেক হাসান গোবিন্দগঞ্জ পৌর শহরের দূর্গাপুর মহল্লার, সবুজ হাসানের পুত্র। তার মৃত্যুর বিষয়টি তার পিতা সবুজ হাসান নিশ্চিত করেছেন।
তার স্বজনরা জানান গেল শনিবার দিনগত রাত আনুমানিক ৮টার সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়ে তারেক বগুড়া টি এম এস এস হাসপাতালে ভর্তি হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তারেকের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তারেক হাসানের পারিবারিক সূত্রে জানা গেছে।
তারেক ঢাকার এক কলেজে আইটি প্রগ্রামিং এ লেখাপড়া করতেছিলো। করোনায় কলেজ বন্ধ থাকায় বাড়ীতে পরিবারের সাথে অবস্থান করছিলেন। স্থানীয়রা জানান তারেক ও তার বাবার সাথে ভাগীদের জমিজমা সংক্রান্ত দ্বন্দ চলছিল।