স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের বিরুদ্ধে গ্যাসের রাজস্ব চুরির ৯ কোটি টাকার মামলা করেছে তিতাস গ্যাস।
অভিযোগ সূত্রে জানা যায় ওই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান তিতাসের দুইটি পরিত্যক্ত গ্যাস লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে তুরাগ নামক একটি গ্যাস স্টেশন থেকে গ্যাস বিক্রি করে আসছিল। গত ৩ (তিন)জুন তিতাস গ্যাস অফিসের অতিরিক্ত কর্মকর্তা প্রকৌশলী মুশফিকুর রহমান খান ঘটনাটি তদন্ত করলে বিষয়টি প্রকাশ হয়। পরবর্তীতে হিসেব করে দেখা যায় সরকারি রাজস্ব খাতের ৯ কোটি ৪০ লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। পরে কালিয়াকৈর থানায় প্রকৌশলী মুশফিকুর রহমান খান বাদী হয়ে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে গ্যাস চোর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী সভাপতি বজলুর রহমানকে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।