September 19, 2024, 8:17 am

গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন আঃলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

ওসমান গনি ঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগ এর ত্রি-সম্মেলন ২০২১ইং অনুষ্ঠিত।
আজ শনিবার বিকাল ৪ ঘটিকায় হোসেন্দী ইউনিয়ন এর গোয়ালগাঁও কাজলী বাজারে এই ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল মতিন মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি হাজী মোঃমহসিন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক,গজারিয়া ইউঃপিঃচেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ ফরাজী।হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাঃসম্পাদক সাহাব উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাঃসম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ,মুজিবুর রহমান,আরিফ হোসেন,রমজান আলী,মনু বেপারী প্রমুখ।

সম্মেলনে উপস্থিত কাউন্সিলারদের প্রস্তাব ও সমর্থনে পুনরায় আব্দুল মতিন মন্টু সভাপতি ও মোঃসাহাব উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক মনোনীত হন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা