September 11, 2024, 7:35 pm

গজারিয়া উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মোঃ রানা সরকার গজারিয়া প্রতিনিধি ঃজাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন-২০২১ইং উপলক্ষ্যে গজারিয়ায় অনুষ্ঠিত হলো অবহিতকরণ ও পরিকল্পনা সভা।

আজ বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃনুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুবাশশির বিনতে আলম,গজারিয়া থানার ওসি(তদন্ত) মোঃতানভীর হাসান ছাড়াও সভায় হাসপাতালের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা,কর্মসূচী বাস্তবায়নে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সভায় জানানো হয় গত বছর সাড়াদেশে জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন শতকরা ৭০/সফল হয়েছিল।আর গজারিয়া উপজেলায় সফলতার হার ছিল শতকরা ৯৮/।এ বছর শতভাগ সফলতার আশা ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা