প্রেস বিজ্ঞপ্তিঃ কিছু ব্যক্তির স্বার্থ হাসিলের লক্ষে অসৎ উদ্দেশ্যে মনগড়া ভাবে কমিটি পরিচালনা করায় বন্দর মডেল প্রেসক্লাব থেকে স্বেচ্ছায় অব্যাহিত নিয়েছি।
অব্যাহিত নেয়া- বন্দর মডেল প্রেসক্লাবের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. শামীম ইসলাম।
মঙ্গলবার ৮ জুন বিকেলে বন্দর মডেল প্রেসক্লাব থেকে পদত্যাগ চেয়ে লিখিত চিঠি দেন উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার বন্দর প্রতিনিধি মো. শামীম ইসলাম।
জানা যায়, গত ৩০ মে সংগঠনের সাংগঠনিক পরিপন্থী ভাবে বন্দর মডেল প্রেসক্লাবের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলামকে অনিদিষ্ট সময়ের জন্য অব্যাহিত দেয়া হয়। এবং পরে স্থায়ী বহিস্কার করে যা সংগঠনের সাংগঠনিক বিরোধী।
শামীম ইসলাম বলেন, কিছু ব্যক্তির স্বার্থ হাসিলের লক্ষে অসৎ উদ্দেশ্যে করে সাংগঠনিক বিরোধী কর্মকান্ড করে আসছে সংগঠনের সভাপতি। এবং অপেশাদার সাংবাদিকদের নিয়ে সংখ্যাগরিষ্ঠ দেখিয়ে ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলামকে অব্যাহিত দিয়েছে। যেখানে অপেশাদার সাংবাদিক নিয়ে পেশাদার সাংবাদিককে অব্যাহিত দেয়া হয় সেই অপেশাদার সাংবাদিকদের সাথে সংগঠন করা যায় না। এজন্য আমি আমার সুনাম রক্ষার্থে স্বেচ্ছায় অব্যাহিত নিয়েছি