গাইবান্ধা প্রতিনিধিঃসংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভূ-গর্ভস্থ অবৈধ বালু উত্তোলন থেমে নেই। ভুক্তভোগী ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলে সংঘবদ্ধ বালুখেকো চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। এতে আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বসতবাড়ী ধসে পড়ার আশংকা করা হচ্ছে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর, মনোহরপুর, পবনাপুর, বেতকাপা, হোসেনপুর ও কিশোরগাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিদিন অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে। এসব বালু পরিবহনের জন্য অবৈধ যান হ্যান্ড ট্রলি, ট্রাক্টর (কাঁকড়া) ব্যবহার করা হচ্ছে। কাঁকড়ার অবাধ যাতায়াতের কারণে কাঁচা পাকা রাস্তাঘাট একদিকে যেমন ধসে পড়ছে, অন্যদিকে তেমনি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এছাড়াও এসব অবৈধ যানবাহন চলাচলের জন্য বাঁধ কেটে রাস্তা বের করছে বালুখেকো সন্ত্রাসীরা।
এব্যাপারে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী এলাকাবাসি ও ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি বলে জানা গেছে।