September 14, 2024, 10:05 am

র‌্যাব-১১ অভিযানে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

০৬ জুন সোমবার র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল দুপুর ০২:৪৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন ডন চেম্বার মোড় এসএপরিবহন পার্সেল অফিসের গেটের সামনে পাকা রাস্তার উপর এবং ডিএমপি ঢাকা মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডস্থ দোকান নং ৩১/১৫ জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস এর দরজার সামনে পাকা রাস্তার উপর বিকাল ০৬:৩০ ঘটিকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে সর্বমোট ১ কেজি ৪৫০ গ্রাম হেরোইন ও মাদক ব্যবসার কাজে ব্যবহƒত ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিবরণ নি¤œরূপঃ
মোঃ শাহাবুল হাসান (৩১), জেলা-সিরাজগঞ্জ।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার সদর থানার শাহেদনগর এলাকায়। গ্রেফতারকৃত আসামী পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। জিজ্ঞাসাবাদে আরোও জানায় যে, অবৈধভাবে বিশেষ কৌশলে পার্সেলের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন দ্রব্যর আড়ালে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা