ঝিনাইদহে একাধিক মাদক মামলার আসামির সাথে পুলিশের ধস্তাধস্তি, গাঁজাসহ গ্রেফতার!
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
নিজ গ্রামে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যায় নিয়ে সাটা হয়েছে পোষ্টার। অথচ নিজেই মাদক সেবন ও বিক্রি করেন। এমন এক কথিত জনপ্রতিনিধিকে পুলিশ গ্রেফতার করেছে। বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এএসআই ইব্রাহীম খলিল জানান, গোপন সুত্র খবর পেয়ে সদর উপজেলার বংকিরা বাজারে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। এ সময় দুই পুরিয়া গাজাসহ দ্বিতীয় দফায় আটক হয় বংকিরা গ্রামের আবু বকরের ছেলে নাজমুল হক জীবন ওরফে জিরে মস্তান। আসন্ন নির্বাচনে সাধুহাটী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী নাজমুল। নির্বাচন উপলক্ষ্যে গ্রাম জুড়ে সাটানো হয়েছে পোষ্টার। তাদে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পুলিশ জানায় এর আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলীয়ারপুর থেকে জীবন ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘদিন জেল হাজেত ছিল। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বংকিরা গ্রামে দীর্ঘদিন ধরে সে মাদক কেনাবেচা করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।