May 19, 2024, 12:37 am

রূপগঞ্জে প্রাণিজসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে গতকাল ৫ জুন শনিবার প্রাণিজসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, ফেরদৌসী আলম নীলা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রিগান মোল্লা, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভি.পি মোঃ সাইফুল ইসলাম তুহিন, জি এস সাদিকুল রহমান সজিব, এ জএস আশিকুর রহমান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ। প্রদর্শনীতে নানা প্রজাতির কবুতর, হাঁস, মুরগী, গরু, ছাগল, ভেড়া স্থান পায়।
সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, প্রাণিজসম্পদের উন্নয়ন হলে দেশ ও জাতির এগিয়ে যাবে। কর্মসংস্থানের সৃষ্টি হবে। পরিবারের আয় উপার্জন বৃদ্ধি পাবে। তাই সকলকে প্রাণিজসম্পদের উন্নয়নে এগিয়ে আসতে হবে।###

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা