September 21, 2024, 1:08 am

শ্রীপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঃমাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে শনিবার প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম এর সন্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার।
প্রদর্শনীতে উপজেলার ৩০টি খামারের স্টলে বিভিন্ন প্রজাতির গোরু, ছাগল, ভেড়া, কবুতর, তিতপাখি, হাস, তার্কিসহ বিভিন্ন প্রকার বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী স্থান পায়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা