June 12, 2021, 5:49 pm

ময়মনসিংহে বাথরুমের ট‍্যাংকির ভিতর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার ।

সোহেল রানা:-ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ৬ পর পরিত্যক্ত বাথরুমের ট‍্যাংকির ভিতরে পাওয়া গেল শাহিনুর আলম ইকবাল (১৯)-এর বীভৎস লাশ।

পরিবার ও এলাকাবাসির তথ‍্যমতে গত (৩১ মে) রাত দশটার দিকে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ইকবাল। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি ইকবালের।

এই ঘটনায় নিহতের বাবা আব্দুল রউফ বাদী হয়ে তারাকান্দা থানায় একটি সাধারণ ডাইরী করেন। নিখোঁজের ৬ দিন পর ঐ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশ।

নিহত ইকবাল উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আব্দুল রউফের ছেলে। সে ময়মনসিংহ রুমডো পলিটেকনিক‍্যাল ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং- এর শিক্ষার্থী ছিলেন।

এই তথ্য নিশ্চিত করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খায়ের সোহেল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা