September 10, 2024, 3:18 pm

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের

শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলান)যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী শেখ নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে কেশবপুর-গৌরীঘোনা সড়কের পাথরা সিদ্দিকিয়া মাদরাসা সংলগ্ন এলাকায়। সে পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার খলসি গ্রামের আবুল কাশেম শেখের ছেলে।
এলাকাবাসী জানায়, পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার খলসি গ্রামের আবুল কাশেম শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ (৫৫) নিজের ব্যাটারীচালিত ভ্যান চালিয়ে কেশবপুরে আসার সময় বিপরীতমুখী চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান থেকে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, ভ্যানচালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ আলী শেখের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা