রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল ২৯ মে শনিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া এ বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন, বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি ও ইউপি সদস্য আলহাজ্ব মোঃ রমজান আলী, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, আওয়ামীলীগ নেতা আব্দুল আলীম সরকার, আব্দুল্লাহ আল মামুন, ইউপি সচিব হাবিবুল্লাহ মিয়া প্রমুখ।
বাজেটে চলতি অর্থ বছরে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৮৬ লক্ষ ৫৫ হাজার ৮শত টাকা। এর মধ্যে রাজস্ব আয় থেকে আসবে ১৬ লক্ষ ৮৫ হাজার ২শত টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লক্ষ ৮৩ হাজার ৯ শত টাকা। বাজেটের সার্বিক উদ্ধৃত ধরা হয়েছে ১৬ লক্ষ ৭১ হাজার ৯ শত টাকা। ###