September 11, 2024, 11:24 pm

রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় তিতাস অফিসে সন্ত্রাসী হামলা

নিজস্ব সংবাদদাতা : রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় যাত্রামুড়া তিতাস গ্যাস অফিসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পাশাপাশি বৈধ গ্যাস গ্রাহকরা বকেয়া বিল পরিশোধ না করায় তাদের লাইনও বিচ্ছিন্ন করা হয়। জানা যায়, অবৈধ গ্যাস সংযোগ ও দীর্ঘদিন বকেয়া বিল পরিশোধ না করায় তিতাস কর্তৃপক্ষ সংযোগ গুলো বিচ্ছিন্ন করে। সন্ত্রাসীরা যাত্রামুড়া তিতাসের লোকাল অফিসে এসে গ্যাস সংযোগ দিতে বললে তিতাস কর্তৃপক্ষ বলে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার প্রশ্ন আসেনা এবং যাদের গ্যাস সংযোগ বৈধ তারা দীর্ঘদিন যাবৎ বিল পরিশোধ না করলে তাদেরও গ্যাস সংযোগ দেওয়া হবেনা বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত আরো সন্ত্রাসীরা মিলে তিতাস কর্মকর্তাদের মারধর করে ও অফিসে ব্যাপক ভাংচুর চালায়। পরে রুপগঞ্জ থানা পুলিশ ও র‌্যাবকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মোঃ নুরুল্লাহ বলেন, কোনভাবেই অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের ছাড় দেওয়া হবেনা। আর বৈধ গ্রাহক যারা রয়েছে তারা নিয়ম মোতাবেক বিল পরিশোধ করলে তাদের গ্যাসং সংযোগ দেওয়ার ব্যাপারে বিষয়ে বিবেচনা করবে তিতাস কর্তৃপক্ষ। আলী ইকবাল মোঃ নুরুল্লাহ আরও বলেন, তিতাস অফিসে যারা ভাংচুর ও হামলা চালিয়েছে সিসি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং অতি দ্রæত তাদের আইনের আওতায় আনা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে কোন মূল্যে অবৈধ গ্যাস সংযোগ শূন্যের কোঠায় নামিয়ে আনার নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাব
তারিখ ঃ-২৭.০৫.২০২১

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা