September 21, 2024, 12:36 am

অন্যায়ের সাথে আপোষ নয় সততা ও দক্ষতার সঙ্গে দায়ীত্ব পালন করে আসছি-ওসি মনিরুজ্জামান

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের সততা ও ভদ্রতার সুযোগ নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে অপকর্ম করতে না পারা একটি মহল। ওসির জন্য সড়ক দখল করে ফুটপাত আর সরকার নিষিদ্ধ ইজিবাইক ও অটোরিকশা মহাসড়কে চলাচল করিয়ে চাঁদাবাজি করতে না পেরে ওই মহলটি ওসির বিরুদ্ধেই মিথ্যাচার শুরু করেছে বলে মনে করছেন শুভাকাঙ্খিরা।সম্প্রতি কিছু অনলাইন পোর্টাল ও দৈনিক পত্রিকায় কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি, অনিয়ম দুর্নীতির অভিযোগ উত্থাপন করে সংবাদ প্রকাশিত হচ্ছে। প্রকাশিত এসব সংবাদে মানা হচ্ছেনা সাংবাদিকতার নীতিমালা। সংবাদে ওসি মনিরুজ্জামানের কোন বক্তব্য প্রকাশ করা হয়নি। অভিযুক্তকে আত্নপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করে সংবাদ প্রকাশ করা কোন মহলের স্বার্থসিদ্দি হাসিলের প্রয়াস প্রতিয়মান হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞমহল।প্রকাশিত এসব সংবাদকে মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য মূলক মনে করে ওসি মনিরুজ্জামান বলেন, সরেজমিনে তদন্ত না করেই এসব সংবাদ প্রকাশ করা হচ্ছে। সংবাদে যেসব বিষয় তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও মনগড়া। তাই সংবাদ প্রকাশে গণমাধ্যমের সচেতন থাকা উচিৎ।
ওসি বলেন, আমি কোন অন্যায় করলে অবশ্যই সংবাদকর্মীরা তা তুলে ধরলে আমার বিন্দুমাত্র দুঃখ থাকবেনা। কিন্তু কারো পরোচনায় আমার ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য মিথ্যা সংবাদ প্রকাশ করা দুঃখজনক।মিথ্যা সংবাদ প্রকাশের অন্তরালের সব বিষয় প্রকাশ করতে না চাইলেও কিছু বিষয় তুলে ধরেছেন ওসি মনিরুজ্জামন। তিনি বলেন, কাঁচপুর হাইওয়ে থানায় যোগদান করার পর অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে দায়ীত্ব পালন করে আসছি। মহাসড়কে যানবাহন চলাচলে নিয়মতান্ত্রিক দ্বারা ফিরিয়ে এনেছি। মহাসড়ক দখল করে ফুটপাত বসিয়ে চাঁদাবাজি বন্ধ করা হয়েছে। পরিবহন চাঁদাবাজরাও সুবিধা করতে পারছেনা। মহাসড়ককে কঠোর নজরধারীতে রাখায় সিএনজি,ইজিবাইক, অটোরিকশাসহ সরকারি ভাবে নিষিদ্ধ যানবাহন চলাচল করতে পারছেনা। এতে একটি মহলের গাত্রদাহ শুরু হয়েছে। কারণ, এসব যানবাহন চলতে পারলে তাদের পকেট ভারি হয়। তাই ওইসব মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তবে এসব অপপ্রচারে আমি আমার নীতির সঙ্গে আপোষ করবনা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা