September 10, 2024, 11:38 am

কাউন্সিলর ইকবালকে এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে প্রেরণ।

>নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ ইকবাল হোসেনকে এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে প্রেরণ। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস এর আদালতে এ নির্দেশ দেয়া হয়।
মামলার সুত্রে কোট পুলিশ ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান জানান, কাউন্সিলর ইকবাল হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজত ইসলামের সাথে জড়িত নাশকতার একটি মামলা হয়েছে। সেই মামলায় নারায়ণগঞ্জ জেলা সিআইডি এক দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে তাকে। জিজ্ঞাসাবাদে ইকবাল অত্র মামলার সংক্রান্তে বেশ কিছু তথ্য প্রদান করেছে। তার দেয়া তথ্যাদি যাচাই-বাছাই করা হচ্ছে। মুহাম্মদ ইকবাল স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা