April 20, 2024, 7:13 am

রূপগঞ্জে একাধিক মামলার আসামি ডাকাত কাউছার আটক

একাধিক মামলার আসামি ডাকাত কাউছারের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকা সত্বেও দীর্ঘদিন অভিযান চালিয়েও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তবে রূপগঞ্জ থানার নতুন ওসি এএফএম সায়েদ আসার সঙ্গে সঙ্গে ডাকাত কাউছারকে গ্রেফতার করে অপরাধীদের চোখে মুখে আতঙ্কের ঝড় তুলে দিয়েছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ (এএফএম সায়েদ) বলেন, মাদক, সন্ত্রাস, ডাকাত, ছিনতাইসহ অপরাধী চক্রের যেই হোক না কেন কোনো ছাড় নেই। গত (২৫ মে) মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার এএসআই মামুনুর রশিদ, এএসআই নূর নবীর নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ডাকাত কাউছারকে আটক করা হয়। আটককৃত কাউছার হলেন, উপজেলার গোলাকান্দাইল পূর্ব পাড়া এলাকার হারুন মিয়ার ছেলে। বুধবার (২৬ মে) তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাত কাউছারের বিরুদ্ধে রূপগঞ্জ, আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় মাদক মামলাসহ ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আরো জানা যায়, কাউছারের সন্ত্রাসী কার্যক্রমের কারণে অতিষ্ঠ এলাকাবাসী। কাউছারে ভয়ে এলাকায় সব সময় আতঙ্ক বিরাজ করতো। রাস্তায় চলাচল করতে মানুষ হিমশিম খেতো। সে দিনের আলোয় প্রকাশ্যে পথচারীসহ যানবাহনের চালকদের উপর হামলা চালিয়ে সব কিছু লুটে নিতো। রাতের আধাঁরে তো আছে। এমনকি প্রতিদিন রাত হলেই গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়ক কাউছারের দখলে থাকতো। তার গ্রেফতারের ফলে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সবজি বিক্রেতা বলেন, এতোদিন আতঙ্ক নিয়ে রাস্তায় চলাফেরা করতে হয়েছে। এখন কাউছার আটক হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছি। একটি প্রভাবশালী মহলের ইন্দনে ডাকাত কাউছার তার সন্ত্রাসী কার্যক্রম দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছে বলে এলাকাবাসীসূত্রে জানা যায়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা