September 11, 2024, 7:49 pm

আমার রক্তে বাঁচবে অন্যের প্রান

নিজস্ব সংবাদদাতা : জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশ তাদের কর্মসূচী শুরু করেছে। জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব এর প্রেসিডেন্ট আসাদুর রহমান খান ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ উল্লাহ শামীম এর নেতৃত্বে গত এক মাসে ৪০ টির ও অধিক জেলা উপজেলা ও থানায় কমিটি গঠন করেছেন।
জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব কমিটি প্রথম এক মাসে ডোনাররা ৫০০ ও অধিক মুমূর্ষু রোগীকে সরাসরি রক্ত দান করেছেন। প্রতি মাসে ৩ হাজার মুমূর্ষু রোগীকে সরাসরি রক্ত দানের সক্ষমতা অর্জন করেছেন।
জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ বলেন, হৃদয়ের শ্লোগান ধারণ করেছেন “আমার রক্তে বাঁচবে অন্যের প্রান” সার্বক্ষণিক তত্বাবধানে রেখে মহৎ কাজকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা সংগঠনের সম্মানিত চেয়ারম্যান জনাব শিহাব রিফাত আলম। তার বিচক্ষণ দিক নির্দেশনায় এবং জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি ও সেক্রেটারির সহযোগীতায় সারা বাংলাদেশে রক্তদান চলছে। ভবিষ্যতে এর পরিধি ব্যাপকভাবে বাড়ানোর জন্য কাজ করছেন। এসময় প্রতিটি জেলা উপজেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা