শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলান)কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ইমাননগর গ্রামে ভ‚-গর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কর্যক্রম বন্ধ করেছেন। একই অভিযানে গড়ভাঙ্গা বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ইমাননগর এম.বি.জি দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় একই গ্রামের খোকার ছেলে আবু বক্কার তার জমির ভ‚-গর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মেশিন বসানোসহ সকল কার্যক্রম সম্পন্ন করে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ইরুফা সুলতানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বালু উত্তোলনে সকল কার্যক্রম বন্ধ করেন। ওই সময় জমির মালিক আবু বক্কর বালু উত্তোলন করবে না মর্মে এবং সন্ধ্যার মধ্যে বালু উত্তোলনের সকল সরঞ্জামাদি সরিয়ে নিবেন মর্মে মুচলেকা প্রদান করেন। অপর দিকে, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গড়ভাঙ্গা বাজারের মিষ্টির দোকান মালিক আনিছুর রহমান নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রয় করার অপরাধে তাকে ৫হাজার টাকা জরিমানা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালাত পরিচালনায় কেশবপুর থানা পুলিশ সহযোগিতা করেন।