June 12, 2021, 5:26 pm

অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন আক্তার হোসেন

প্রেস বিজ্ঞপ্তিঃ অসুস্থ মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন।

পবিত্র ঈদুল ফিতরের পরে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ঢাকা বারডেম হাসপাতালের চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আক্তার হোসেন বলেন, পবিত্র ঈদুল ফিতরের পর থেকে মায়ের শারীরিক অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছিল। কয়েক দিন ধরে তার আরও অবনতি দেখা দেয়। আর তাই চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। মা এখন আইসিইউতে রয়েছেন। দেশবাসী সবার কাছে মায়ের জন্য দোয়া চাই। এবং মায়ের অসুস্থতার কারণে রাজনীতি ও ব্যবসা-বাণিজ্য থেকে নিজেকে দূরে রেখেছেন। মা সুস্থ না হওয়ায় পর্যন্ত মায়ের পাশে থাকবেন বলে জানান গণমাধ্যমকে জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা